ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪০৬

চা উৎপাদনে নতুন রেকর্ড 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৩ ১৮ জানুয়ারি ২০২০  

চা উৎপাদনে নতুন রেকর্ড গড়তে চলেছে বাংলাদেশ।  ১৬৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদনের মাধ্যমে নতুন এ রেকর্ড গড়তে চলেছে বাংলাদেশের চা শিল্প।

সংশ্লিষ্টরা বলছেন, ২০১৯ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮ কোটি কেজি। তবে গতবছরের নভেম্বর পর্যন্ত মোট উৎপাদন হয়েছে ৯.৫ কোটি কেজি। এই হিসেবে গতবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯৫ মিলিয়ন কেজির বেশি উৎপাদন হওয়ার কথা।

জানা গেছে, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে দেশে চা উৎপাদন হয়েছে ৮২ দশমিক ১৩ মিলিয়ন কেজি। ওইবছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৭২ দশমিক ৩ মিলিয়ন কেজি। এর আগে ২০১৬ সালে চা উৎপাদন হয়েছিল ৮৫ দশমিক ০৫ মিলিয়ন কেজি।

এ প্রসঙ্গে বিটিবি-এর উপ-পরিচালক (পরিকল্পনা) মো. মুনির আহমদ বলেন, ২০১৯ সালে ইতোমধ্যে চায়ের উৎপাদনে রেকর্ড করেছি আমরা। তবে এখনও এর চূড়ান্ত হিসাব করা হয়নি। তাই সুনির্দিষ্ট করে এখনই পরিসংখ্যান বলা যাবে না। ডিসেম্বরের পরিসংখ্যানটা বলতে একটু সময় লাগবে, কেননা সমাপ্তির একটা বিষয় রয়েছে।’

বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) এর ভারপ্রাপ্ত পরিচালক ড. একেএম রফিকুল হক বলেন, ২০১৮ সালের চেয়ে ২০১৯ সালে দেশে প্রায় দেড় কোটি কেজি চা বেশি উৎপন্ন হয়েছে। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে চা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনই এখন লক্ষ্য।